Friday, February 28, 2025

BCS & All Jobs Math

 



বিসিএস ও অন্যান্য সকল চাকুরী পরীক্ষার জন্য 100% গণিত প্রিপারেশন এর জন্য আমাদের সাথে থাকুন: 01736960513 

নন-ক্যাডার লিখিত গণিত: 

01. যুদ্ধ তহবিলের 12 জন লোক চাঁদা দিল। 10 জনের প্রত্যেকে 80 টাকা করে দিল এবং 12 জনের প্রত্যেকে গড়ে যে চাঁদা দিল অবশিষ্ট দুই জনের একজন তাহা অপেক্ষা 80 টাকা ও অন্যজন 120 টাকা বেশি দিল। শেষের দুই জনের চাঁদার পরিমাণ নির্ণয় করুন।

      উত্তর: 220 টাকা।

02. কোনো শহরে লোক সংখ্যা 10 লক্ষ। যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা 6% কমে যায়, তবে শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঐ শহরের পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যা কত?

      উত্তর: পুরুষ লোকের সংখ্যা 375000 জন ও মহিলা সংখ্যা 625000 জন। 

03.  log(x+y/2 ) = 1/2 (logx + log y) হলে দেখাও যে, x/y + y/x =
        Ans: 2



নন-ক্যাডার লিখিত গণিত সমাধান:

প্রশ্ন নং 02-সমাধান:
      প্রথম ১০ জনে মোট চাঁদা দেন = (80 * 10) = 800 টাকা।
      ধরি,
            12 জন লোকের গড় চাঁদা ক টাকা
            অতএব, ১২ জন লোকের মোট চাঁদা = 12ক টাকা
      প্রশ্নমতে,
            800 +(ক+800) + (ক + 120) = 12 ক
            º ২ক + 1000 = 12ক
            º ১০ক = 1000
            º ক = 100
      শেষের দুইজেনর প্রথমজন চাঁদা দেন = ক + 80 = 100 + 80 =180 টাকা।
      শেষের দ্বিতীয়জন চাঁদা দেন = ক + 120 = 100 + 120 = 220
      উত্তর: 220

০১.  দুটি সংখ্যার গ. সা. গু, অন্তর ও ল.সা. গু যথাক্রমে ১২, ৬০, ও ২৪৪৮। সংখ্যা দুইটি কত? [17th BCS]

         উত্তর: ১৪৪, ২০৪



 


Thursday, February 27, 2025

Unit 'FASS' BUP (Bangladesh University of Professionals)

 


BUP (Bangladesh University of Professionals) "FASS" (Faculty of Arts and Social Sciences  ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ) এর ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে থাকুন ও ‘ঊষা BUP প্রশ্নব্যাংক ও সাজেশন্স’ পড়ুন।  সাথে আমাদের অনলাইন/ অফলাইন কোচিং এ ক্লাস/ ক্লাস টেস্ট/ মডেল পরীক্ষা দিয়ে নিজেকে আরও উপযোগী করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। যোগাযোগ : 01736960513 


01.  ‘বিহাল’ শব্দের শুদ্ধ উচ্চারণের বানান কোনটি? [BUP ‘FASS’ 2024-25]   

        উত্তর: বিওভল

02. ‘যা সংগ্রহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে’ এক কথায় বাক্যটিকে কি বলা হয়? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: উপচীয়মান

03. বাংলা সাহিত্যে ‘ডাক ও খনার বচন’ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: প্রাচীন যুগ

04.  ‘মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে। কিন্তু তাতে নেশা ধরে না’ কোন গল্পের অংশ? [BUP ‘FASS’ 2024-25]  

        উত্তর: জীবন ও বৃক্ষ   

05. “কিন্তু আমরা তাঁর কথা বুঝলাম না।”- ‘আমার পথ’ প্রবন্ধে কার কথা বলা হয়েছে? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: মহাত্মা গান্ধী

06. ‘82’ সংখ্যাটির শুদ্ধ পূরণবাচক রূপ কি? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: দ্ব্যশীতিতম

07. ‘কাঁচামিঠা’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: যা কাঁচা তাই মিঠা

08. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? [BUP ‘FASS’ 2024-25]

      (ক) জননী (খ) প্রাগৈতিহাসিক (গ) পদ্মা নদীর মাঝি (ঘ) দিবারাত্রির কাব্য

উত্তর: খ

09. কাজী মোতাহার হোসেন এর মতে “ -----” –ই পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি?[BUP ‘FASS’ 2024-25]  

    উত্তর: ভুল

10.  “নরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার শেষ লাইন কোনটি? [BUP ‘FASS’ 2024-25]

        উত্তর: দিবে ডাক, জগো বাহেঃ কোনঠে সবায়?

11.  ‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী? [BUP ‘FASS’ 2024-25] 

        উত্তর: ঘষে-মেজে পরিস্কার করা

12. কী দ্বারা জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয়? [BUP ‘FASS’ 2024-25]  

    উত্তর: সাহিত্য শিল্পকলায় 






জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক শাখা

 জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মানবিক শাখার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে...