বিষয় ভিত্তিক ক্লাস/ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা দিতে যোগাযোগ: 01736960513. [অনলাইন/অফলাইন]
সাধারণ জ্ঞাণ বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি।
প্রতিটি হ্যান্ডনোট পেতে যোগাযোগ = 01736-960513
মুক্তিযুদ্ধে অবদানকারী ৭ জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয় ও
💚💛💚 মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠের নাম:
০১. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
০২. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
০৩. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
০৪. ইঞ্জিনরূম আর্টিফিসার রুহুল আমিন
০৫. সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
০৬. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
০৭. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
সাধারণ জ্ঞান (বাংলাদেশ:
উত্তর: মহেশখালী।
০১. মুন্সি আব্দুর রউফ (প্রথম শহিদ বীরশ্রেষ্ঠ) গেজেট নং-০৬ পদবি ছিল ল্যান্সনায়েক ও কমস্থল ছিল ইপিআর। তিনি ৯মে ১৯৪৩ সালে সালমাতপুর, বোয়ালমারী, ফরিদপুরে। যুদ্ধ করেন ১ নং সেক্টরে। শহিদ হন ৮ এপ্রিল ১৯৭১ সালে বুড়িঘাট, ননিয়ারচর রাঙ্গামাটি। তাকে সমাধি দেয়া হয় ননিয়ার চর, রাঙ্গামাটিতে।
পাকিস্তানে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১):
০১. পাকিস্তানের প্রধানন্ত্রীর ছিলেন কে? উত্তর: লিয়াকত আলী খান।০২. পাকিস্তানের
১ম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।০৩. পূর্ব
বাংলার ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর: খাজা নাজিমুদ্দিন।০৪. পূর্ব
বাংলার ১ম গর্ভনর জেনারেল কে ছিলেন? উত্তর: ফ্রেডরিক বোর্ন।০৫. পাকিস্তান
নামকরণ করেন কে? উত্তর: চৌধুরী রহমত আলী খান (১৯৩৩ সালে) ০৬. কামরুদ্দীন
আহমেদের সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? উত্তর:
২রা মার্চ ১৯৪৮ সালে।০৭. কার
নের্তৃত্বে কত সালে তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয়? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক আবুল কাশেমের নের্তৃত্বে ২রা সেপ্টেম্বর ১৯৪৭ সালে। ০৮. তমুদ্দিন
মজলিস কি? উত্তর: একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান/সংগঠন।০৯. তমুদ্দিন
মজলিস কর্তৃক প্রকাশিত পুস্তিকার নাম কি ও এর লেখক কে? উত্তর: পুস্তিকার নাম “পাকিস্তানের
রাষ্ট্রভাষা বাংলা না উর্দু” পুস্তিকাটি প্রকাশিত হয় ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।
লেখক তিন জন যথা কাজী মোতাহার, আবুল কাশেম ও আবুল মনসুর। ১০. পাকিস্তানের
গণপরিষদের ১ম অধিবেশন হয়? উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে এ অধিবেশনে ইংরেজির
পাশাপাশি উর্দূকে ব্যবহার করা হয়।

বাংলাদেশের নদ-নদী ও বন্যা সম্পর্কিত:
০১. ভারত থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা কয়টি? উত্তর: ৫৫ টি।
০২. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা কয়টি?
উত্তর: ৩ টি। (নাফ, মাতামুহুরী ও সাঙ্গু)
০৩. বাংলাদেশর আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? উত্তর: ১ টি (পদ্মা)
০৪. বাংলাদেশের মোট আন্তঃসীমা নদী কয়টি? উত্তর: ৫৮ টি।
০৫. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মোট নদী কয়টি? উত্তর: ১ টি। (কুলিথ)
০৬. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদীর সংখ্যা কয়টি? উত্তর: ২ টি। (হালদা ও সাঙ্গু)
০৭. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবারবাংলাদেশে প্রবেশ করেছে এমন নদীর সংখ্যা কয়টি?
উত্তর: ০১ টি (আত্রাই)
০৮. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর: নাফ।
০৯. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর: হাড়িয়াভাঙ্গ নদী।
১০. হাড়িয়াভাঙ্গর মোহনায় কি অবস্থিত? উত্তর: দক্ষিণ তালপট্টি দ্বীপ
(ভারতের নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে)।
১১. ব্রহ্মপুত্র নদ সম্পর্কে লিখ?
উত্তর: বাংলাদেশের বৃহত্তম নদী। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে দেয়ানগঞ্জের নিকটে বিভক্ত হয়েছে। উৎপত্তিস্থলে নাম সাংপো। বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রামের ভিতর দিয়ে। ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ ময়মনসিংহের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে বৈরবের নিকটে মেঘনায় পতিত। ভূমিকম্পের কারণে ১৭৮৭ সালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর স্রোতে পরিবর্তন হয়ে যমুনা নদী হয়।
১২. ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? উত্তর: লৌহিত্য।
১৩. ধরলা ও দুধকুমার কোন নদের উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র।
১৪. পদ্মা নদী সম্পর্কে কি জান?
উত্তর: পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা। পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায় পদ্মনদীতে। পদ্মা মেঘনার সাথে মিশেছে চাঁদপুরে। পদ্মার শাখা নদী হল ইছামতি, গড়াই, ভৈরব, কুমার, আড়িয়ার খাঁ। পদ্মার একমাত্র উপনদী মহানন্দা। পদ্মা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী।
১৫. যমুনা নদীর পূর্ব নাম কী?
উত্তর: জোনাই। যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয় গোয়ালন্দে।
১৬. মেঘনা নদী বিভক্ত ও মিলত হয় কোথায়?
উত্তর: মেঘনা বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে সিরেট জেরার অমলশিদে। পুনরায় মিলত হয়েছে মারকুলির নিকটে কালনি নামে। মেঘনার উপনদী তিতাস, গোমতী, মনু ও বাউলাই।
১৭. ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কি? উত্তর: বুড়িগঙ্গা।
১৮. বুড়িগঙ্গনদীর পূর্বনাম কি?
উত্তর: দোলাই নদী। (ঢাকা শহরকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গার তীরে ব্যাকল্যান্ড বাঁধ দেয়া হয়। (মোঘল আমলে দেয়া হয় পোস্তাহবাঁধ)।
১৯. হালদা নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তর: খাগড়াছড়ির বদনাতলী পর্বতমালায়।
২০. বাংলাদেশর জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদীর নাম কি?
উত্তর: সাঙ্গু ও হালদা।
২১. বাংলাদেশের কোন নদীর নাম মানুষের নামে রাখা হয়েছে?
উত্তর: রূপসা (রূপলাল সাহার নামে)
২২. বাংলাদের কোন নদীতে জোয়ার ভাটা হয় না? উত্তর: কুমিল্লার গোমতী নদীতে।
২৩. এক কিউসেক বলতে কী বুঝায়?
উত্তর: প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।
২৪. ‘মহিলা’ নদী কোন জেলায় অবস্থিত? উত্তর: দিনাজপুর।
২৫. ‘কারখানা’ নদী কোন জেলায় অবস্থিত? উত্তর: পটুয়াখালী।
২৬. ‘তেতুলিয়া’ নদী কোথায় অবস্থিত? উত্তর: বাউফল, পটুয়াখালী।
২৭. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী? উত্তর: আত্রাই।
২৮. বাংলাদেশের সবচেয় ছোট নদীর নাম কি?
উত্তর: গোবরা (তেতুলিয়ায় অবস্থিত দৈর্ঘ্য ৪ কিমি)।
২৯. নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুকান্দিতে (১৯৭৭)।
৩০. বর্তমানে ঢাকা কতটি নদী দ্বারা বেষ্টিত?
উত্তর: ৫ টি (দক্ষিণে বুড়িগঙ্গা, পশ্চিমে তুরাগ, পূর্বে বালু ও শীতলক্ষা, উত্তরে টঙ্গী খাল বা টঙ্গী নদী)
৩১. আফরাবাদ জলমহাল যে নামে পরিচিত? উত্তর: পদ্মা-মহানন্দা অভয়াশ্রম।
৩২. ফারাক্কা বাধঁ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? উত্তর: ১৬.৫ কিমি।
৩৩. ভারত-বাংলাদেশের নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ কি?
উত্তর: দু’দেশের নদীগুলোর নাব্যতা রক্ষা করা।
৩৪. কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উত্তর: ১৮ কিমি।
৩৫. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কী? উত্তর: মেঘনা।
৩৬. কর্ণফুলী নদীর উৎস কোথা থেকে? উত্তর: মিজোরামের লুসাই পাহাড় থেকে।
৩৭. বাংলাদেশ ভারত নদী কমিশন গঠিত হয় কত সালে? উত্তর: ১৯৭২ সালে।
৩৮. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: হালদা নদীতে।
৩৯. বরাক নদী বাংলাদেশর প্রবেশ করেছে-
উত্তর: সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
৪০. নদী সিকস্তি কী? উত্তর: নদী ভাঙনে সর্বস্বান্ত।
৪১. নদী পয়স্তি কী? উত্তর: নদীর চরে যারা চাষাবাদ করে।
৪২. ফরাক্কা বাঁধ বাংলাদের কোন নদীর উপরে?
উত্তর: গঙ্গ নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
৪৩. বাকল্যান্ড বাঁধ বাংলাদের কোন নদীর উপরে?
উত্তর: বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
৪৪. টিপাইমুখ বাঁধ কোথায়? উত্তর: বরাক নদীর উপরে (ভারতের মনিপুর রাজ্যে)
৪৫. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী নদীর উপরে (১৯৬২ সালে নির্মিত)।
৪৬. চট্টগ্রাম বন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: কর্ণফুলী নদীর তীরে।
ড. মুহাম্মদ ইউনূস সর্ম্পকিত তথ্যকণিকা:
০১. ড.মুহাম্মদ ইউনূস এর জন্মস্থান কোথায়?
উত্তর: চট্টগ্রামে।
০২. ড.মুহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৪০ সালে।
০৩. ড.মুহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৪. ড.মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ২০০৬ সালে।
০৫. ড.মুহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ১৯৮৭ সালে।
০৬. ড.মুহাম্মদ ইউনূস ‘র্যামেসাস ম্যাগসেসে’ পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে।
০৭. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ড.মুহাম্মদ ইউনূস ‘ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার’
লাভ করেন কত সালে?
উত্তর: ১৯৯৮ সালে।
০৮. ড.মুহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য ‘অলিম্পিক লরেল’ পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ২০২১ সালে।
০৯. ড.মুহাম্মদ ইউনূস মানব মর্যাদা, সমতা এবং ন্যায়বিচার বৃদ্ধির জন্য ২০২১ সালে কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ।
১০. ড.মুহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯৭৬ সালে।
১১. ড.মুহাম্মদ ইউনূস এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কী?
উত্তর: নাগরিক শক্তি।
১২. ড.মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সালে।
১৩. ‘ইউনূস সেন্টার’ চালু হয় কত সালে?
উত্তর: ২০০৮ সালে।
১৪. ড.মুহাম্মদ ইউনূস ‘A Banker to the poor’ গ্রন্থটি রচনা করেন কত সালে?
উত্তর: ১৯৯৯ সালে।
১৫. সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক কে?
উত্তর: ড.মুহাম্মদ ইউনূস
No comments:
Post a Comment