হ্যান্ডনোট ভিত্তিক ক্লাস/ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা দিতে যোগাযোগ: 01736960513. [অনলাইন/অফলাইন]
হ্যান্ডনোট ভিত্তিক ক্লাস/ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা দিতে যোগাযোগ: 01736960513. [অনলাইন/অফলাইন]
হ্যান্ডনোট ভিত্তিক ক্লাস/ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা দিতে যোগাযোগ: 01736960513. [অনলাইন/অফলাইন]
To get each Hand Note and take class/class test/model test contact-01736960513
Language Chapter
Ans: What is wanted by you?
Noun চেনার সহজ উপায়:
01. শব্দের শেষে ment, sion, tion, ness, ance, ence, tude, hood, wood, mony, arian, trice, ship থাকলে শব্দটি Noun হয়। যেমন:
[ment] ] achievement, Movement, Argument, Judgement, Agreement.
[sion] ] Expression, Confession, Impression, Passion, Conclusion, Conversion.
[tion]] Declaration, Elimination, Production, Ration, Repetition, Affection, Emotion.
[ness] ] Sadness, Sleepiness, Selfishness,
[ance] ] Insurance, Acceptance, Attendance,
[ence] ] Reference, Coherence, Preference,
[hood] ] Childhood, Boyhood, Brotherhood, Motherhood, Falsehood,
[tude] ] Attitude, Magnitude, Latitude, Longitude,
[wood] ] Hollywood, Driftwood, Firewood, Sapwood,
[mony] ] Antimony, Ceremony, Hegemony, Parsimony, Testimony, Matrimony.
[arian] ] humanitarian, Sectarian, Vegetarian.
[trice] ] Beatrice
[ship] ] Hardship, Partnership, Apprenticeship.
02. শব্দের শেষে ice, age, eer, let, ery, ure, ism, ist, dom, Red, ion থাকলে শব্দটি Noun হয়। যেমন:
[ice]] advice, amice, malice, practice, police, Price.
[age]] Passage, Courage, Average, Breakage. Marriage, rage.
[eer]] Profiteer, Mountaineer, Musketeer.
[let]] Booklet, Violet, Tartlet, Cutlet, Outlet, Toilet.
[ery]] Bravery, Bakery, Slavery, Machinery.
[ure]] Departure, Erasure, Pleasure, Enclosure.
[ism]] Optimism, Pacifism, Colonialism, Favoritism, Heroism, Patriotism, Socialism.
[ist]] Columnist, Physicist, Terroirs, Cartoonist.
[dom]] Wisdom, Boredom, Stardom, Fandom, Freedom.
[Red]]Kindred, Hatred.
[ion]] Union, Opinion, Action, Revision.
03. শব্দের শেষে ty, cy, ry, th, ee,eer er, ce, or, al, ar. থাকলে শব্দটি Noun হয়। যেমন:
[ty]] Anxiety, Curiosity, Mobility, Tranquility, Honesty, Beauty, Humanity, Poverty.
[cy]] Infancy, Intimacy, Privacy, Accuracy, Legitimacy, Decency, Lunacy, Urgency.
[ry]] Bravery, Slavery, Victory, Beggary,
[th]] Growth, Breath, Health, Width, Filth, Strength, Truth, Youth, Length.
[ee]] Payee, Trustee, done, Attendee, Divorcee.
[eer]] Mountaineer, Musketeer, Profiteer.
[er]] Speaker, Provoker, Manager, Interpreter.
[ce]] Choice, Obedience, Defiance, Prudence.
[or]] Inventor, Dictator, Sailor, Navigator.
[al]] Proposal, Arrival, Denial, Refusal, Approval, Removal.
[ar]] Circular, Registrar, Liar, Beggar, Burglar.
Usage of Noun [বিশেষ্যের ব্যবহার]
01. একটি Sentence-এ Verb এর Subject হিসেবে Noun ব্যবহৃত হয়। যেমন:
] Hearing of the case will be
next week. [Ru ‘Law’ 2015-16].
] Coherence is necessary for writing.
] Frailty thy
name is woman. [37th BCS].
] Lovely comes here regularly.
] Malice is the consequence of jealousy.
] Honesty is the best police. [Ru `A' 2007-08].
02. একটি Sentence-এ Verb এর Object হিসেবে Noun ব্যবহৃত হয়। যেমন:
] Painters study art. ] History tells the truth.
] I am in the process of colleting material for
my story.
] We should not squander health.
03. Possessive
adjective (My, our, your, their, his, her, its, Salam’s এর পর Noun ব্যবহৃত হয়। যেমন:
] This is my pen. ] I was amazed at your performance.
👉 My parents are always busy with their work.
👉 My parents are always busy with their work.
04. Preposition এর পর একটি মাত্র Word থাকলে তা অবশ্যই Noun হয়। এবং Article ও Preposition/ Verb/Adverb/Conjunction এর মাঝে একটিমাত্র word থাকলে তা অবশ্যই Noun হয়। যেমন:
👉 This is the go of the word [BSRMSTU ‘G’
2018-19].
👉 I walked for a while. [Ru ‘D’ 2012-13].
👉 Rini is a beauty of the class. [Ju `c’ 2009-10]
👉 The poor are born to suffer.
👉 Read the passage carefully.
👉 Tell the truth or lie.
👉 Love comes from heaven.
👉 Where there is a will, there is way.
👉 He took the responsibility without subterfuges.
👉 He kept the fast for a week.
👉 The doctor took the round in the hospital.
👉 Meaningful separation of judiciary is needed for the country. [Ru ‘B-Law’ 2015-16].
👉 I don’t require a second to take up my cause.
[Iu `B’2009-10].
👉 This is the fashion of the day. [Jnu ‘D’
2005-06] ] Handle with care. [CU ‘B’ 2003-04].
05. Preposition এবং Noun এর মাঝে একাধিক
Word
থাকলে প্রথমটি Adjective এবং পরেরটি Noun হয়। যেমন:
💪 Tossing their heads in sprightly (adj) dance
(Noun). [Du `B' 2007-08].
06. Determiners এর পর সাধারণত একটি Word থাকলে তা Noun হয়। Determiner এবং
Verb/Adverb/Preposition/Conjunction এর মাঝে একটি মাত্র থাকলে তা
অবশ্যই হবে। যেমন:
👉 This is the go of life. [Ru `D’ 2017-18].
👉 The performance of the Liton Das surprised us.
07. Articles এর পর তিনটি Word থাকলে প্রথমটি Adverb ও দ্বিতীয়টি Adjective ও তৃতীয়টি Noun হয়। যেমন:
👉 The very (advern) excellent (Adjective)
performance (Noun) of the Liton Das surprised us.
08. No সাধারণত Adjective হিসেবে ব্যবহৃত হয় বিধায় এর পরে Noun হয়। যেমন:
👉 You have not right to do waste water though you
pay for it. [BU `D’ 2015-16].
09. The ----
of এর মাঝে কোন word থাকলে তা অবশ্যই Noun হয়। যেমন:
] The reason of his unruly behavior was not
known. [Ru ‘C’ 2006-07].
10. The +
superlative adjective, a/an + Positive adjective এর পরের word টি Noun হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
11. Gerund/ Infinitive/ Participle এর Object
হিসেবে এদের পরে Noun বসে। যেহেতু Gerund,
Infinitive বা Participle verb এরই Form (Non-finite Form) তাই এদের Object হিসেবে এদের পরে Noun বসে। মেযন-
💡Developing strategy needs a lot of knowledge of the environment.
💡 To mean symbol we mean something accepted by all.
Subject Verb Agreement :
01. No sooner ….
than, Scarcely …. when, Hardly … when প্রভূতি যুক্ত বাক্যের Than, When এর পূর্বে সাধারণত Past
Perfect Tense এবং পরে Past Indefinite Tense বসে। No sooner, Scarcely, Hardly প্রভৃতি বাক্যের প্রথমে বসে।
4 No sooner had + Sub + Verb এর Pas participle + Additional + than +
Sub + verb এর Past form.
4 Scarcely had + Sub + Verb এর Pas participle + Additional + when +
Sub + verb এর Past form.
4 Hardly had + Sub + Verb এর Pas participle + Additional + when + Sub + verb এর Past form.
Ex: No sooner had he reached a university than the bus left.
Hardly had we arrived home when
it started raining.
Scarcely
had we started when
it began to rain.
02. যদি sentence-এর subject one হয়, তবে sentence এর পরবর্তী অংশ
তদস্থলে one বা one’s হবে। be বা
his হবে না।
Ex: One should be careful about one’s duty. তবে
One
of
|
|
(i) Sub + verb + one
of + Plural noun/pronoun + Who/that + Plural verb.
(ii) Sub + verb + the only one of + Plural noun/pronoun +
who/that + Singular verb.
💗 He is one of the boys who have written the letter. [Cu ‘E’ Law 2015-16]
03. Know, Teach, Learn, Show, Explain এ
সকল Verb এর পরে যদি Infinitive বসাতে হয়, তবে সবসময় how + to + verb এর base form বসবে। যেমন- 💚I don’t know how ____
the problem. [DU ‘A’ 2004-05 Ans: to tackle.
Literary Terms/Figures of Speech:
Simile
(ছিমিলি) : When the feature for which the comparison
between dissimilar things has been made is mentioned it is called a simile. [যখন অসমজাতীয় জিনিসের মধ্যে যে বৈশিষ্ট্যের জন্য তুলনা
করা হয়েছে তা উল্লেখ করা হয় তাকে উপমা বলে অর্থাৎ দুইটি ভিন্ন জাতীয় জিনিসের তুলনা
সর্বদাই As ও Like উল্লেখ থাকে।]
💓 Ex; He as dangerous as a
tiger.
Simile হওয়ার বৈশিষ্ট্য:
01. Explicit Comparison [স্পষ্ট তুলনা]
02. Comparison between two dissimilar or things [তুলনাটি হবে অসাদৃশ্যপূর্ণ দুটি বস্তু/বিষয়ের মধ্যে]
03. As, Like, As ….. As, So … As, Resemble, As if etc-এ শব্দগুলোর বাক্যে অবশ্যই ব্যবহার হবে।
Note: একই জাতীয় বস্তুর/বিষয়ের মধ্যে তুলনা হলে Simile হবে না। যেমন: Nazrul is like Shelly.এখানে দু’জনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের অধিকারী, তাই
Like থাকা সত্ত্বেও Simile হবে না।
💗I wandered lonely as a cloud. [Du ‘B’ 2009-10]
💗 The comparison of unlike things the words like or as is known
to be- Simile. [37th BCS].
Metaphor
(রূপক): When the common feature of the comparison
between dissimilar things is not mentioned, it is called a Metaphor [যখন অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনার ক্ষেত্রে সাধারণ
বৈশিষ্ট্য উল্লেখ করা হয় না তাকে রূপক বলে। অর্থাৎ দুইটি ভিন্ন জাতীয় জিনিসের
তুলনা As এবং As like ও উল্লেখ
থাকে না।
Metaphor হওয়ার বৈশিষ্ট্য:
01. An implicit/Implied comparison [অস্পষ্ট
তুলনা]
02. Comparison between two dissimilar things [তুলনাটি হবে অসাদৃশ্যপূর্ণ দুটি বস্তু/বিষয়ের মধ্যে]
03. As, Like, As ….. As, So … As, Resemble, As if etc-এ শব্দগুলোর বাক্যে ব্যবহার হবে না।
Note: একই জাতীয় বস্তুর/বিষয়ের মধ্যে তুলনা হলে Metaphor হবে না। যেমন: Nazrul is Shelly.এখানে দু’জনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের অধিকারী, তাই
Metaphor হবে না।
👉The man is a mad dog – Metaphor. [Du ‘B’ 2008-09]
👉 Mina’s lovely voice was
music our ears’ [Du ‘B’ 2018-19].
Personification
(ব্যক্তিরূপে প্রকাশ): The
technique of treating non-living things as humans is called personification. [নির্জীব বস্তুকে মানুষ হিসেবে বিবেচনা
করার কৌশলকে ব্যক্তিরূপে প্রকাশ কে Personification বলে অর্থাৎ, একই ধরনের উক্তি দ্বারা
নিষ্প্রাণ বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির ন্যায় বিবেচনা করা হয়।] যেমন-
💚 Mr.
Pneumonia was not a polite old gentleman. [ মি. নিউমোনিয়া একজন ভদ্র বুড়ো ভদ্রলোক ছিলেন না। এখানে Pneumonia
কে ব্যক্তিরূপে কল্পনা করা হয়েছে।
Oxymoron
(বিরোধাভাস) : A phrase that combines two words that seem to be the
opposite of each other is called Oxymoron.[পরস্পর বিপরীতার্থক দুটি শব্দের সম্মিলনে গঠিত Phrase এর
ব্যবহারকে Oxymoron বলে। অর্থাৎ পরস্পরবিরোধী শব্দের
পাশাপাশি ব্যবহার। যেমন:
💛 A terrible beauty is born [Du ‘B’ 2023-24]
💜 He is regularly irregular.
Irony
(বিড়ম্বনা) : এধরনের উক্তি
দ্বারা যা হয় প্রকৃত অর্থ সম্পূর্ণ তার বিপরতীত অর্থাৎ তীক্ষ্ম অভিঘাত সৃষ্টির
উদ্দেশ্যে স্পষ্টরূপে প্রকাশিত বক্তবের পরিবর্তে ছলপূর্ণ কথার ব্যবহার। যেমন-
⃝ A
cat-lover being allergic to cats. [একজন বিড়ালপ্রেমী বিড়ালের প্রতি অ্যালার্জিযুক্ত]
💪 A
gifted artist having no interest in visiting art galleries. [একজন প্রতিভাধর শিল্পী আর্ট গ্যালারী
দেখার কোন আগ্রহ নেই]
Hyperbole
(অতিরঞ্জন): Hyperbole
(exaggeration or ‘hype’) is a figure of speech in which exaggeration is used
for emphasis. [কোন ব্যক্তি
বা বস্তুকে তার উপযুক্ত অবস্থানের চেয়ে অতিরঞ্জনের মাধ্যমে অতি গুরুত্ব প্রদান
করাকে বা বিস্তারিতভাবে বর্ণনা করাকে Hyperbole বলে।] Ex.
📶‘Ten thousand saw I at a glance’ is a
figure of speech known as – hyperbole. [Cu ‘B-1’ 2014-15]
এখানে অতিরঞ্জন করা হয়েছে, কারণ, at a glance (এক নজরে) কেউ Ten thousand গণনা করতে পারে না।
Alliteration
(স্বরসাদৃশ্য): The
repetition of an initial consonant sound is called Alliteration. [যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি
স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তাকে স্বরসাদৃশ্য আ
অনুপ্রাস বলে] যেমন-
Birds
of the same feather flock together.
Alliteration হওয়ার বৈশিষ্ট্য:
01. Alliteration is created by using words that start with
the same consonant or vowel sounds. [একই রকম
বর্ণ অথবা শব্দাংশ কিংবা উচ্চারণের পুনরাবৃত্তি ঘটবে]
02. The alliterative words should be placed consecutively or
close together in the sentence. [এইপুনরাবৃত্তি, শব্দের প্রথম দিকে থাকবে]
03. You can also use similar sounding syllables to create
alliteration.
04. There is no rule dictating the number of words that should be used for alliteration. Even two adjacent words with similar sounds can create an alliterative effect.
05. শব্দগুলো হয় পর্যায়ক্রমিক না হয় প্রায় পর্যায়ক্রমিক
হবে।
Homonym (সমস্বর) : A word in English may have the same spelling and sound as another but is different in meaning. Such a words is called a homonym. [ইংরেজিতে একটা শব্দের অন্য শব্দের মত একই বানান ও উচ্চারণ থাকতে পারে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হতে পারে। এ ধরনের শব্দকে বলা হয় সমলেখ বা সমস্বর শব্দ]. যেমন-
📘 What your’s saying is absolutely right.
🚩 In English if two different words have the same spelling and
pronunciation they are called- [Du ‘A’ 2010-11] Ans: Homonyms.
Satire
(ব্যঙ্গরচনা): Writing that comments humorously on human flaws, ideas,
social customs, or institutions in order to change them. [এক ধরনের রচনা যা আলোচ্য বিষয়কে লঘু ও
তুচ্ছ করে তার প্রতি অবজ্ঞা, ঘুণা বা কৌতুকের মনোভাব জাগিয়ে তোলে]
Golden Chapter
01. 'At a low ebb' (কমে যাওয়া) __ means [ঢাবি ‘ঘ’ ২০১১-১২].
Ans: Decreasing
02. 'To read between the lines' means ___ [জবি ‘ঘ’ ২০১১-১২].
Ans: To read closely.
03. 'To keep an eye' (নজর রাখা) [ঢাবি ‘খ’ ২০১৮-১৯] - To observe.
04. She was sliding ____ depression. Ans: into. [ঢাবি ‘খ’ ২০১৮-১৯]
[slide into-প্রায় নিজের অজান্তে (খারাপ অবস্থায় পতিত হওয়া) বাক্যটির অর্থ- সে নিজের অজান্তেই বিষাদগ্রস্ততায় পতিত হচ্ছিল]
Spelling:
01. Voluntary-স্বেচ্ছাকৃত 02. Tsunami-সুনামি ঝড় 03. Supersede- স্থগিত করা
04. Humorous-রসাত্মক 05. Accelerate –গতিবৃদ্ধি করা 06. Leisure – অবসর
07. Ascertain – নিরূপন করা 08. Misspell- ভুল বানান 09. Accommodation -বাসস্থান
10. Achievement - অর্জন 11. Agreeable - সম্মত 12. Agriculture - কৃষি
13. Apprehend – গ্রেফতার করা 14. Appropriate- যথাযথ 15. Attentive - মনোযোগী
16. Authoritative – কর্তৃত্বপূর্ণ 17. Brochure – পুস্তিকা 18. Bureaucrat – আমলা
19. Cigarette - সিগারেট 20. Cholera - কলেরা 21. Collaborate – সহযোগিতা করা
22. Colleague – সহকর্মী 23. Colonel – কর্নেল 24. Commemorate – স্মরণ করা
25. Commission - কমিশন 26. Commitment - অঙ্গীকার 27. Committee – কমিটি
28. Conspicuous - সুস্পষ্ট 29. Contiguous – সংলগ্ন 30. Conveyance – পরিবহন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা “খ” ২০২২-২০২৩ সেশন:
উত্তর পত্র সম্পর্কে কোন ব্যাখ্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
(a) He is used to work hard (b) He is used to working
(c) He used to working hard (d) He has used to working hard
ব্যাখ্য: Be Verb (am/is/are/was/ were/) ইত্যাদির পর used to থাকেল এর পরের Verb হবে (V + ing) কিন্তু শুধু used to থাকেল এর পরের Verb হবে Verb এর Base form. Ex. He is used to working. or He used to work.
Identification of Clause:
Ans: Adverbial Clause
https://usawuniversitycoaching.blogspot.com/2024/04/blog-post.html?m=1
ReplyDelete