Wednesday, May 10, 2023

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়

 




জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য 

 ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা সম্পর্কৃত তথ্য:

আবেদন শুরু: ০৯.০৫.২০২৩ সকাল ১০.০০ টা থেকে
আবেদন শেষ: ৩১.০৫. ২০২৩ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
প্রবেশপত্র ডাউলোড- ০৯.০৬.২০২৩ হতে ডাউনলোড করা যাবে। 

  • A, B, এবং C উইনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা 
  • C1, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৫০০ টাকা।
ভর্তি  পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৬.০৬.২০২৩ থেকে ২৪.০৬.২০২৩
ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবে:
. MCQ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে। 
. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়:
     (i) সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
     (ii) C1 ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীসময়ে নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। 
. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে jnuiv-admission.org এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা            হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
ঘ. সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩%
ঙ. A ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৬০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশ ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। 
. B ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। 
. C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৩০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০%, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। 
. D ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। 
ঝ. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR (উত্তরপত্র) -এর নিচে নির্ধা রিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে। 
. পরীক্ষার প্রশ্নপত্র েইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ‘ইংরেজি’ নিবার্চন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। 
. প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট  ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। 
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি):

বাংলা-৩, 

ইংরেজি- ৩

গণিত- ২২, 

পদার্থবিজ্ঞান-২২

 রসায়ন- ২২ এবং 

আইসিটি ৮ নম্বর।
. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)

বাংলা-২৫

ইংরেজি-২৫

সাধারণ গণিত-০৫ এবং 

সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
গ. C ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):

বাংল-১৫

ইংরেজি- ১৫ এবং

সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ঘ.  C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ):

বাংলা- ১০

ইংরেজি- ১০ এবং 

সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৬০ নম্বর।
ঙ. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):

বাংলা ও ইংরজি- ৮

রসায়ন- ২৪

উদ্ভিদবিজ্ঞান- ২২

প্রাণিবিদ্যা- ২২ এবং বুদ্ধিমত্তা- ৪

চ. E উনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): 
ব্যবসায় শিক্ষা শাখা: 
🔭 বাংলা- ১৫
🔭 ইংরেজি- ৩০
🔭 গণিত- ১৫
হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০.
বিজ্ঞান/মানবিক/সমমান শাখা:

🔭 বাংলা- ১৫

🔭 ইংরজি- ৩০

🔭 গণিত- ১৫

🔭 সাধারণ জ্ঞান- ২০
(গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা  এবং সাধারণ জ্ঞানপত্রের মাধ্যম হবে বাংলা) 
আসন সংখ্যা: 



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)
মডেল টেস্ট: লিংক:

https://forms.gle/aPZLHzGQEjdvHofY9


এ রকম আরো মডেল টেস্ট ও বিষয় ভিত্তিক পরীক্ষা দিতে যোগাযোগ কর: 01736960513

C ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মডেল টেস্ট লিংক


https://forms.gle/TjhcBDK3MLYbUNSQ6

এ রকম আরো মডেল টেস্ট ও বিষয় ভিত্তিক পরীক্ষা দিতে যোগাযোগ কর: 01736960513

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞাণ:

০১. সর্বপ্রথম বঙ্গ’র উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক গ্রন্থে 
        [জাহা. বিশ্ব. ‘C6' ২০১২-১৩]. 
০২. “সেই ব্যক্তি নাগরিক যে নগরাষ্ট্রের শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম”।           উক্তিটি কার? উত্তর: এরিস্টটল। [জাহা. বিশ্ব. "C1" ২০১২-১৩]. 
০৩.  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪]. 
       উত্তর- ১২ জানুয়ারি। 
০৪. বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
        উত্তর- পরিকল্পনা কমিশন। 
০৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল ফাগ্লন মাসের কি তারিখ? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].

        উত্তর- ৮ তারিখ। 
০৬. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?  [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
        উত্তর- অর্থসচিবের। 
০৭. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
       উত্তর- লর্ড বেন্টিঙ্ক।
০৮. ‘গাড়ি চলে না চলে না রে’-গানটির রচয়িতা কে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
       উত্তর- শাহ আব্দুল করিম।
০৯. জাতয় স্মৃতি সৌধের কয়টি কৌণিক স্তর রয়েছে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
       উত্তর- ৭ টি।
১০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? [জাহা. বিশ্ব. "C9" ২০১৩-১৪].
       উত্তর- সৈয়দ মইনুল হোসেন। 

বাংলা:

০১. মৃত্যুঞ্জয়ের পর বিলাসী কত দিন বেঁচে ছিল? 
       উত্তর- সপ্তাহখানেক [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
০২. “বিদ্রোহী” কবিতায় কবি নিজেকে কার বাঁশির বলেছেন? 
          [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
        উত্তর- অর্ফিয়াসের, শ্যামের। 
০৩. মধুসূদন দত্ত ‘সৌমিত্র’ বলতে কাকে বুঝিয়েছেন?  [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
        উত্তর- লক্ষণের স্ত্রী সুমিতাকে। 
০৪. “Song offerings' গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে?  
        [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
       উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর। 
০৫. “কবিকঙ্কন’ বলা হয় কাকে?  [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
        উত্তর- মুকুন্দরাম চক্রবর্তীকে। 
০৬. কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গন্থ ?  [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
        (ক) মতিহার    (খ) পঞ্চভূত    (গ) মতিচূর    (ঘ) পদ্মাপার 
০৭. 

০১.   কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ নয়? [JU ‘C' 2022-23]
        (ক) মৃণালিনী (খ) রাজসিংহ (গ) বিজ্ঞান রহস্য (ঘ) রাজর্ষি  উত্তর: (ঘ) রাজর্ষি।
০২.   অমিত্রাক্ষর ছন্দের উৎস কোনটি? [JU ‘C' 2022-23] উত্তর: অক্ষরবৃত্ত।
০৩.  মোপাসাঁ কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? [JU ‘C' 2022-23] 

        উত্তর: ফ্রান্সের নর্মান্ডি।
০৪.   ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় মূলত কার নাম? [JU ‘C' 2022-23] 

        উত্তর: মহেশ্বর।
০৫.   রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়- [JU ‘C' 2022-23]
        (ক) রাজা  (খ) চতুরঙ্গ (গ) গৃহদাহ  (ঘ) ঘরে বাইরে উত্তর: (গ) গৃহদাহ
০৬.  ‘হায় তাত উচিত কি তব এ কাজ।’ এখানে ‘তাত’ কাকে বলা হয়েছেয়? [JU ‘C' 2022-23] 
        উত্তর: বিভীষণকে।
০৭.   নিচের কোন এলাকার ভাষা বরেন্দ্রী উপভাষার অন্তর্গত? [JU ‘C' 2022-23] 

        উত্তর: দক্ষিণ দিনাজপুর।
০৮.  নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি- [JU ‘C' 2022-23] উত্তর: শ।
০৯.   নিচের কোন বানানটি শুদ্ধ?
        (ক) নিমিলিতলোচন (খ) নিক্বণ (গ) নিক্কণ (ঘ) নিমিলীতলোচন         

        উত্তর: (খ) নিক্বণ
১০.   নিচের কোনটি বিশেষ্য পদ? [JU ‘C' 2022-23]
        (ক) বিস্ময় (খ) আংশিক (গ) আধুনিক (ঘ) আনন্দিত উত্তর: বিস্ময়।
১১.   ‘আবহাওয়া’ শব্দটি কোন কোন ভাষার মিশ্রণ- [JU ‘C' 2022-23]

        উত্তর: ফারসি ও আরবি।
১২.   ‘গণ্ডুষ’ দ্বারা কী বোঝায়? [JU ‘C' 2022-23] 

        উত্তর: এক মুখ পানি।
১৩.  মহাকবি হোমারের রচিত মহাকাব্যের চরিত্র কোনটি? [JU ‘C' 2022-23] 

        উত্তর: ওডিসিয়ুস।
১৪.   কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত?[JU ‘C' 2022-23]  

        উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৫.   কত সালে অগ্নিবীণা কাব্যটির শতবর্ষ পূর্ণ হয়? [JU ‘C' 2022-23] 

        উত্তর: ২০২২ সালে।






০১.  মৃতুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কত দিন বেঁচে ছিল?[JU ‘C' 2022-23‘S-5’]  
    উত্তর: সপ্তাহখানেক।
০২.   ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? [JU ‘C' 2022-23‘S-5’]   
        উত্তর: অর্ফিয়াসের ও শ্যামের।
০৩.  মকর মুখো বালা কী? [JU ‘C' 2022-23‘S-5’]  
        (ক) ময়ূরের পেখমমেলা হাতে পরিধেয় অলঙ্কারবিশেষ
        (খ) সাপের মুখের হাতে পরিধেয় অলঙ্কারবিশেষ
        (গ) মাছের মুখের হাতে পরিধেয় অলঙ্কারবিশেষ (ঘ) উপরের একটিও নয়
        উত্তর: (ঘ) উপরের একটিও নয়।
০৪.   মধুসূদন দত্ত ‘সৌমিত্রি’ বলতে কাকে বুঝিয়েছেন? [JU ‘C' 2022-23‘S-5’]  
        উত্তর: লক্ষণের স্ত্রী সুমিতাকে।
০৫.   ‘তুমি কি কেবলই ছবি’ এই বাক্যে ‘কি’ কোন পদ? [[JU ‘C' 2022-23‘S-5’]  উত্তর: অব্যয়।
০৬.  শুদ্ধ বানান কোনটি? [JU ‘C' 2022-23‘S-5’]  
        (ক) অনাকাঙিক্ষত (খ) নিরবিচ্ছন্ন (গ) কৈশব (ঘ) পিচাশ উত্তর: (ক+ঘ)
০৭.   ‘Song offerings’ গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে? [JU ‘C' 2022-23‘S-5’] উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
০৮.  কোন বাক্য সংকোচনটি অশুদ্ধ? [JU ‘C' 2022-23‘S-5’] 
        (ক) সহজে জানা যায় না যা-দুর্জেয় (খ) হাতির ডাক-মন্দ্র
        (গ) যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে না- বনস্পতি
        (ঘ) যে ভবিষৎ না ভেবে কাজ করে- অবিমৃষ্যকারী     উত্তর: (খ)
০৯.   ‘কবিকঙ্কন’ বলা হয় কাকে? [JU ‘C' 2022-23‘S-5’]    উত্তর: মুকুন্দরাম চক্রবর্তীকে।
১০.   কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ? 
[JU ‘C' 2022-23‘S-5’]
        (ক) মতিহার (খ) পঞ্চভূত (গ) মতিচূর (ঘ) পদ্মাপার 
        উত্তর: গ.
১১.   নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? [JU ‘C' 2022-23‘S-5’]
        (ক) একরাশ নদী তীর/যাহা লয়ে ছিনু ভুলে
        (খ) আমি বঞ্চিত ব্যথা পরবাসী চিত্র গ্রহ হারা যত পথিকের
        (গ) শুদ্ধ ক ও খ (ঘ) মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?  উত্তর: (ঘ)
১২.   নিচের কোন বাক্যে ক্রিয়া উহ্য রয়েছে?  [JU ‘C' 2022-23‘S-5’]
        (ক) ওখানে কে রে?   (খ) পেছনে তাকিয়ে কী দেখ?
        (গ) উত্তাল সমুদ্রে নৌকাটি ভাসছে (ঘ) তার ডাক শুনে কেউ এলো না       উত্তর: ক.
১৩.  কোনটি শুদ্ধ?  [JU ‘C' 2022-23‘S-5’]
        (ক) ষ্ + ঞ = ষ্ণ             (খ) ষ্ + ণ = ষ্ণ 
        (গ) ঞ্ + ষ = ষ্ণ             (ঘ) ঞ্ + চ = ষ্ণ
        উত্তর: (খ) ষ্ + ণ = ষ্ণ
১৪.   নিচের কোনটি দ্বিগু সমাস?[JU ‘C' 2022-23‘S-5’]  
        (ক) দোতলা (সংখ্যাবাচক বহুব্রীহি)   
        (খ) আকৈশোর (অব্যয়ীভাব)
        (গ) ভরসন্ধ্যা (তৎপুরুষ)           
        (ঘ) বনেবাদাড়ে (দ্বন্দ্ব সমাস)
১৫.   নিচের কোন সমার্থক শুদ্ধ?[JU ‘C' 2022-23‘S-5’]  
        (ক) অদ্রি-অসুর                 (খ) অদ্রি-পর্বত 
        (গ) অদ্রি-সমুদ্র                    (ঘ) অদ্রি-জাহাজ    
উত্তর: খ. 

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য: 
“ঊষা জাহাঙ্গীর নগর প্রশ্ন ব্যাংক ও সাজেশন্স” 

📘  He left ___room in ___ of anger.  [JU `লোকপ্রশাসন’ 2009-10]

      (a) no article, the                (b) the, no article

      (c) the, a             (d) the, an                Ans: c

      Note: in a fit of – অর্থ- বশে, নিয়ন্ত্রন করা অসম্ভব বা আকস্মিক কোন আবেগের জোর দেয়ার ক্ষেত্রে in a fit of ব্যবহার করা হয়। He left the room in a fit of anger. বাক্যের অর্থ- সে রাগের বশে ঘর থেকে বেরিয়ে গেল। 





No comments:

Post a Comment

জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক শাখা

 জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মানবিক শাখার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে...