জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য
২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা সম্পর্কৃত তথ্য:
আবেদন শুরু: ০৯.০৫.২০২৩ সকাল ১০.০০ টা থেকে
আবেদন শেষ: ৩১.০৫. ২০২৩ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
প্রবেশপত্র ডাউলোড- ০৯.০৬.২০২৩ হতে ডাউনলোড করা যাবে।
- A, B, এবং C উইনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা
- C1, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৫০০ টাকা।
ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবে:
ক. MCQ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।
খ. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়:
(i) সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
(ii) C1 ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীসময়ে নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।
গ. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে jnuiv-admission.org এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
ঘ. সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩%
ঙ. A ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৬০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশ ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
চ. B ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
ছ. C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৩০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০%, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
জ. D ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
ঝ. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR (উত্তরপত্র) -এর নিচে নির্ধা রিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে।
ঞ. পরীক্ষার প্রশ্নপত্র েইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ‘ইংরেজি’ নিবার্চন করতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
ট. প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
ক. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি):
বাংলা-৩,
ইংরেজি- ৩
গণিত- ২২,
পদার্থবিজ্ঞান-২২
রসায়ন- ২২ এবং
আইসিটি ৮ নম্বর।
খ. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)
বাংলা-২৫
ইংরেজি-২৫
সাধারণ গণিত-০৫ এবং
সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
গ. C ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):
বাংল-১৫
ইংরেজি- ১৫ এবং
সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ঘ. C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ):
বাংলা- ১০
ইংরেজি- ১০ এবং
সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৬০ নম্বর।
ঙ. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):
বাংলা ও ইংরজি- ৮
রসায়ন- ২৪
উদ্ভিদবিজ্ঞান- ২২
প্রাণিবিদ্যা- ২২ এবং বুদ্ধিমত্তা- ৪
চ. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):
ব্যবসায় শিক্ষা শাখা:
🔭 বাংলা- ১৫
🔭 ইংরেজি- ৩০
🔭 গণিত- ১৫
হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০.
বিজ্ঞান/মানবিক/সমমান শাখা:
🔭 বাংলা- ১৫
🔭 ইংরজি- ৩০
🔭 গণিত- ১৫
🔭 সাধারণ জ্ঞান- ২০
(গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং সাধারণ জ্ঞানপত্রের মাধ্যম হবে বাংলা)
আসন সংখ্যা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)
মডেল টেস্ট: লিংক:
https://forms.gle/aPZLHzGQEjdvHofY9
C ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মডেল টেস্ট লিংক
https://forms.gle/TjhcBDK3MLYbUNSQ6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞাণ:
০১. সর্বপ্রথম বঙ্গ’র উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক গ্রন্থে
[জাহা. বিশ্ব. ‘C6' ২০১২-১৩].
০২. “সেই ব্যক্তি নাগরিক যে নগরাষ্ট্রের শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম”। উক্তিটি কার? উত্তর: এরিস্টটল। [জাহা. বিশ্ব. "C1" ২০১২-১৩].
০৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- ১২ জানুয়ারি।
০৪. বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- পরিকল্পনা কমিশন।
০৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল ফাগ্লন মাসের কি তারিখ? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- ৮ তারিখ।
০৬. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- অর্থসচিবের।
০৭. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- লর্ড বেন্টিঙ্ক।
০৮. ‘গাড়ি চলে না চলে না রে’-গানটির রচয়িতা কে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- শাহ আব্দুল করিম।
০৯. জাতয় স্মৃতি সৌধের কয়টি কৌণিক স্তর রয়েছে? [জাহা. বিশ্ব. "C8" ২০১৩-১৪].
উত্তর- ৭ টি।
১০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? [জাহা. বিশ্ব. "C9" ২০১৩-১৪].
উত্তর- সৈয়দ মইনুল হোসেন।
বাংলা:
০১. মৃত্যুঞ্জয়ের পর বিলাসী কত দিন বেঁচে ছিল?
উত্তর- সপ্তাহখানেক [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
০২. “বিদ্রোহী” কবিতায় কবি নিজেকে কার বাঁশির বলেছেন?
[জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
উত্তর- অর্ফিয়াসের, শ্যামের।
০৩. মধুসূদন দত্ত ‘সৌমিত্র’ বলতে কাকে বুঝিয়েছেন? [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
উত্তর- লক্ষণের স্ত্রী সুমিতাকে।
০৪. “Song offerings' গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে?
[জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর।
০৫. “কবিকঙ্কন’ বলা হয় কাকে? [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
উত্তর- মুকুন্দরাম চক্রবর্তীকে।
০৬. কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গন্থ ? [জাহা: বিশ্ব: ‘C' শিফট-৫ ২০২২-২৩].
(ক) মতিহার (খ) পঞ্চভূত (গ) মতিচূর (ঘ) পদ্মাপার
০৭.
০১. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ
নয়? [JU ‘C'
2022-23]
(ক) মৃণালিনী (খ) রাজসিংহ (গ) বিজ্ঞান রহস্য (ঘ) রাজর্ষি উত্তর: (ঘ) রাজর্ষি।
০২. অমিত্রাক্ষর ছন্দের উৎস কোনটি? [JU ‘C' 2022-23] উত্তর: অক্ষরবৃত্ত।
উত্তর: ফ্রান্সের
নর্মান্ডি।
উত্তর: মহেশ্বর।
০৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়- [JU ‘C' 2022-23]
(ক) রাজা (খ) চতুরঙ্গ (গ)
গৃহদাহ (ঘ) ঘরে বাইরে উত্তর: (গ) গৃহদাহ
০৬. ‘হায় তাত উচিত কি তব এ কাজ।’ এখানে ‘তাত’ কাকে
বলা হয়েছেয়? [JU
‘C' 2022-23]
উত্তর: বিভীষণকে।
০৭. নিচের কোন এলাকার ভাষা বরেন্দ্রী উপভাষার
অন্তর্গত? [JU
‘C' 2022-23]
উত্তর: দক্ষিণ দিনাজপুর।
(ক) নিমিলিতলোচন (খ) নিক্বণ (গ) নিক্কণ (ঘ) নিমিলীতলোচন
উত্তর: (খ) নিক্বণ
১০. নিচের কোনটি বিশেষ্য পদ? [JU ‘C' 2022-23]
(ক) বিস্ময় (খ) আংশিক (গ)
আধুনিক (ঘ) আনন্দিত উত্তর: বিস্ময়।
১১. ‘আবহাওয়া’ শব্দটি কোন কোন ভাষার মিশ্রণ- [JU ‘C' 2022-23]
উত্তর: ফারসি ও আরবি।
উত্তর: এক মুখ পানি।
উত্তর: ওডিসিয়ুস।
১৪. কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত?[JU ‘C' 2022-23]
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৫. কত সালে অগ্নিবীণা কাব্যটির শতবর্ষ পূর্ণ হয়? [JU ‘C' 2022-23]
উত্তর: ২০২২ সালে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য: “ঊষা জাহাঙ্গীর নগর প্রশ্ন ব্যাংক ও সাজেশন্স” 📘 He
left ___room in ___ of anger. [JU `লোকপ্রশাসন’
2009-10]
(a)
no article, the (b)
the, no article
(c)
the, a (d)
the, an Ans: c
Note: in a fit of – অর্থ- বশে, নিয়ন্ত্রন করা অসম্ভব বা আকস্মিক কোন আবেগের জোর
দেয়ার ক্ষেত্রে in a fit of ব্যবহার করা হয়। He left the room in a fit of anger. বাক্যের অর্থ- সে রাগের
বশে ঘর থেকে বেরিয়ে গেল।
📘 He
left ___room in ___ of anger.
(a)
no article, the (b)
the, no article
(c) the, a (d) the, an Ans: c
Note: in a fit of – অর্থ- বশে, নিয়ন্ত্রন করা অসম্ভব বা আকস্মিক কোন আবেগের জোর
দেয়ার ক্ষেত্রে in a fit of ব্যবহার করা হয়। He left the room in a fit of anger. বাক্যের অর্থ- সে রাগের
বশে ঘর থেকে বেরিয়ে গেল।
No comments:
Post a Comment